মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Digital detox: what is it and how to do it

লাইফস্টাইল | সারাদিন মোবাইল-ট্যাবলেটে চোখ, প্রযুক্তির দাস হয়ে যাচ্ছেন না তো? ‘ডিজিটাল ডিটক্স’ করুন শরীর-মন চনমনে রাখতে

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ৩০ মার্চ ২০২৫ ১০ : ৫৩Akash Debnath


আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে বৈদ্যুতিন যন্ত্র বা ডিজিটাল ডিভাইস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট – এই গ্যাজেটগুলো আমাদের দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে বিনোদন এবং যোগাযোগের ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন এনেছে। কিন্তু অতিরিক্ত ডিজিটাল ডিভাইসের ব্যবহার আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেকারণেই এখন অনেকে ‘ডিজিটাল ডিটক্স’-এর কথা বলছেন। 

কাকে বলে ডিজিটাল ডিটক্স?
সহজ ভাষায়, ডিজিটাল ডিটক্স মানে হল নির্দিষ্ট সময়ের জন্য ডিজিটাল ডিভাইস যেমন স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার থেকে স্বেচ্ছায় বিরত থাকা। এর উদ্দেশ্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ফলে সৃষ্ট মানসিক চাপ, উদ্বেগ এবং অন্যান্য নেতিবাচক প্রভাবগুলো থেকে মুক্তি পাওয়া।

কীভাবে করবেন? 
১। নির্দিষ্ট সময় নির্ধারণ করুন যখন আপনি কোনও মতেই কোনও বৈদ্যুতিন সরঞ্জামে হাত দেবেন না। যেমন ধরুন খাবার খাওয়ার সময়। কিংবা ঘুমের আগে মোবাইল ব্যবহার বন্ধ রাখতে পারবে। এতে খাবারের প্রতি মনোযোগ যেমন বাড়বে তেমনই ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে ফোন ব্যবহার বন্ধ করলে ঘুম ভাল হবে। ফোনের নীল আলো ঘুমের হরমোন নিঃসরণে বাধা দেয়, ফলে ঘুম আসতে অসুবিধা হতে পারে। এর বদলে বই পড়ুন বা হালকা গান শুনুন।

২। নোটিফিকেশন বন্ধ করুন। বিশেষ করে যে অ্যাপগুলোর নোটিফিকেশন আপনার মনোযোগ বারবার নষ্ট করে, সেগুলোর নোটিফিকেশন সেটিংস থেকে বন্ধ করে দিন। শুধুমাত্র জরুরি অ্যাপগুলোর নোটিফিকেশন চালু রাখতে পারেন। অনেক অ্যাপ নির্দিষ্ট সময় পর পর একসঙ্গে নোটিফিকেশন দেখানোর অপশন দেয়। এটি ব্যবহার করে আপনি ঘন ঘন নোটিফিকেশন দেখা এড়াতে পারেন। চাইলে ফোনের ‘ডু নট ডিস্টার্ব’ মোড ব্যবহার করে একটি নির্দিষ্ট সময়ের জন্য সব নোটিফিকেশন সাইলেন্ট করে রাখতে পারেন।

৩। বাড়িতে এমন কিছু জায়গা বেছে নিন যেখানে কোনও মতেই বৈদ্যুতিন সরঞ্জাম ব্যবহার চলবে না। বাড়ির ছোট বড় সকলের জন্য প্রযোজ্য হবে এই নিয়ম।

৪। প্রতি সপ্তাহে অন্তত একদিন সম্পূর্ণভাবে ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকার চেষ্টা করুন। সেদিন আপনি পাড়ায় ঘুরতে যেতে পারেন, বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন বা অন্য কোনও শখের প্রতি মনোযোগ দিতে পারেন। যদি পুরো দিন সম্ভব না হয়, তাহলে সপ্তাহের কিছু নির্দিষ্ট সময় (যেমন শনিবার সকাল থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত) ডিজিটাল ডিভাইস ব্যবহার সীমিত করুন।
   
৫। বিকল্প কাজ খুঁজে বের করুন। এখন অনেকেই অবসর যাপনের মাধ্যমে হিসাবেও মোবাইল কিংবা ট্যাবলেট বেছে নেয়। ডিজিটাল স্ক্রিনের পরিবর্তে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। বাইরে হাঁটতে যান, বাগান করুন বা সন্তানের সঙ্গে খেলাধুলা করুন।


মনে রাখবেন, ডিজিটাল ডিটক্সের মূল উদ্দেশ্য হল প্রযুক্তির দাস না হয়ে এর সঠিক ব্যবহার করা এবং নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। প্রথমে অল্প সময় নিয়ে শুরু করুন। প্রথম দিকে বিনোদনের অভাব বোধ হতে পারে। মনে হতে পারে আপনার অজান্তে এই বুঝি গুরুত্বপূর্ণ কিছু ঘটে গেল। এমনকী একাও লাগতে পারে। তাই একদিনে জোর করে বেশিক্ষণ না করে ধীরে ধীরে সময় বাড়ান।


Digital detoxLife hackHealthy living

নানান খবর

নানান খবর

অল্প বয়সে উঁকি দিচ্ছে টাক? এই সব অভ্যাসেই লুকিয়ে চুল পড়ার আসল কারণ

আপনি কি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু? সময় থাকতেই বুঝুন ৫ লক্ষণ, নইলে ভবিষ্যতে বিপদে পড়বেন

গ্যাস-অম্বলের সমস্যায় নাজেহাল? রোজের এই কটি অভ্যাসে বদল আনলেই বাড়বে হজম ক্ষমতা

পোষ্যরও হতে পারে দাঁতের যন্ত্রণা কিংবা ক্ষয়! কীভাবে চারপেয়ে সঙ্গীর দাঁতের যত্ন নেবেন?

গরমে আকাশছোঁয়া ইলেকট্রিক বিল? এসি চালানোর সময়ে এই কটি ভুল করলেই চড়চড়িয়ে বাড়বে বিদ্যুৎ খরচ

মাঝে আটার প্রাচীর, একই কড়াইতে ফুটছে আকুর তরকারি, অন্যপাশে সেঁকা হচ্ছে রুটি! যুবকের রন্ধনশৈলীতে হুলস্থুল নেটপাড়ায়

ঘুম থেকে উঠে পাঁচটি কাজের অভ্যাস তৈরি করুন শিশুর মধ্যে, বড় হয়ে মানুষের মতো মানুষ হবে সন্তান

পশ্চিমবঙ্গে কত শতাংশ নারী মদ্যপান করেন? কেন্দ্রীয় সংস্থার পরিসংখ্যান জানলে চোখ কপালে উঠবে!

দাম বেশি, কিন্তু নিয়মিত এই ফল খেলে ছুঁতে পারবে না হৃদরোগ! প্রতিদিন সকালে পেট খালি হবে ঝরঝর করে

রবিবারের নৈশভোজে নতুন কিছু খেতে চান? বানিয়ে ফেলুন জিভে জল আনা গঙ্গুরা চিকেন

গ্রিন টি-হার্বাল টি বাদ দিন! রোজ নিয়ম করে খান এই ফলের পাতার চা, ছুমন্তর হবে যাবতীয় রোগভোগ

এসিতে যাওয়া মাত্রই সর্দি-কাশি, মাথাব্যথা শুরু হয়? সহজ কটি নিয়ম মানলেই দিনভর এসি চালিয়েও থাকবেন সুস্থ

মাত্র ৪ সপ্তাহে কমবে কয়েক কেজি ওজন! কোরিয়ান ডায়েটের জাদুতেই পাবেন নির্মেদ চেহারা, জানেন কী এই বিশেষ পদ্ধতি?

আগুনে গরমে অন্তরে নামবে ঠান্ডা বরফের স্রোত! বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু গন্ধরাজ ঘোল

সদ্যোজাত সন্তানকে দেখে আঁতকে উঠলেন মা! এ কেমন রূপ? তুমুল শোরগোল নেটপাড়ায়

সোশ্যাল মিডিয়া